প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 20, 2025 ইং
হাদী হত্যাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ মাসুদ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে উন্নত চিকিৎসাধীন অবস্থায় হাদীর মৃত্যুর খবরে তাৎক্ষণিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন— তারা একজন যুক্তিপূর্ণ ও প্রতিবাদকারীকে হারিয়েছে, যার স্বপ্ন ছিল বাংলাদেশটা একটি ইসলামি রাষ্টে পরিণত হবে। আজকে ভারতীয় আগ্রাসী শক্তির মদতে এদেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তারাই ওসমানকে হত্যা করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এসে সর্বোচ্চ সাজা দিতে হবে।
এ সময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন
বিক্ষোভ মিছিলটি বের হয়ে টাঙ্গাইল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ মাসুদ।
মিছিলটি টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com